ইতালিয়ান লিগে এসি মিলান ও ইন্টার মিলানের জয়
এসি মিলান ২-০ গোলে জেনোয়াকে আর ইন্টার ৩-১ গোলে হারিয়েছে স্পেজিয়াকে।
শনিবার১৬ এপ্রিল ঘরের মাঠ সান সিরোতে জেনোয়াকে আতিথ্য দেয় লিগ টেবিলের শীর্ষ দল এসি মিলান। ম্যাচের ১১ মিনিটে পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লিয়াওয়ের গোলে লিড নেয় স্বাগতিকরা। দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় লম্বা সময়। ৮৭ মিনিটে মিলান ভক্তদের স্বস্তির গোল উপহার দেন মিডফিল্ডার জুনিয়র মেসিয়াস। এই জয়ে ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন এসি মিলান।
আরেক ম্যাচে, স্পেজিয়ার মাঠে খেলতে গিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মিলান তাদের প্রথম গোলটি পায় ম্যাচের ৩১ মিনিটে। ক্রোয়াট মিডফিল্ডার ব্রোজোভিচ এগিয়ে দেন দলকে। ৭৩ মিনিটে ইভান পেরিসিচের অ্যাসিস্টে গোল ব্যবধান দ্বিগুন করেন লৌথারো মার্টিনেজ। এরপর, ম্যাচের ৮৮ মিনিটে এক গোল শোধ দেন স্পেজিয়ার ম্যাগিয়োর।
ইউটিউবে এনবিএস-এর সব খবর দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি: