ম্যানচেস্টার ইউনাইটেডের অনুুশীলন মাঠে সমর্থকদের বিক্ষোভ
প্রিয় দলের টানা বাজে পারফরম্যান্স যেন মেনে নিতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা। ইংলিশ ক্লাবটির ট্রেনিং গ্রাউন্ডের বাইরে বিক্ষোভ করেছে তারা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ১৫ এপ্রিল প্রায় দুই ডজন সমর্থক ক্লাবের মালিকপক্ষ গ্লেজার্স পরিবারের বিরুদ্ধে এই বিক্ষোভ করে।
ইউনাইটেড কোচ রালফ রাংনিক বলেছেন, সমর্থকদের মত প্রকাশের অধিকার রয়েছে। দল লিগ টেবিলের সপ্তম স্থানে থাকায় সমর্থকদের হতাশাটাও তিনি বুঝতে পারছেন।
সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সবশেষ ১২ ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জয় পেয়েছে ইউনাইটেড। গত শনিবার লিগে এভারটনের মাঠে ১-০ ব্যবধানে হারে তারা। ৭৪ পয়েন্ট নিয়ে গত মৌসুমে টেবিলের দুইয়ে থেকে লিগ শেষ করেছিল দলটি। এবার সেই পয়েন্টও যে ছোঁয়া হচ্ছে না, তা একরকম। রাংনিক মনে করছেন, ক্লাবের বাজে পারফরম্যান্সের ফলে হতাশ সমর্থকদের ক্ষোভের বহিঃপ্রকাশ এটি।
ইউটিউবে এনবিএস-এর সব খবর দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি: