বায়ার্ন মিউনিখ ভালো খেললেও মৃত্যুর হুমকি পান কোচ নাগেলসমান
দল ভালো না করতে পারলে অধিকাংশ ক্ষেত্রেই দায় এসে পড়ে কোচের ওপর। ভক্তদের তীব্র রোষানলেও পড়তে হয় তাদের। তবে ইউলিয়ান নাগেলসমানের অভিজ্ঞতাটা একটু ভিন্ন। বায়ার্ন মিউনিখ ভালো খেললেও নাকি মৃত্যুর হুমকি পান তিনি!
চলতি মৌসুমের প্রেক্ষাপটে বায়ার্ন ভক্তরা হতাশ ও ক্ষিপ্ত হতেই পারেন। বুন্দেসলিগা জয়ের পথে অনেকটা এগিয়ে থাকলে নাগেলসমানের দল চ্যাম্পিয়ন্স লিগে ছিটকে গেছে কোয়ার্টার-ফাইনাল থেকেই। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে অগ্রগামিতায় তাদের বিদায় করে দেয় স্প্যানিশ দল ভিয়ারিয়াল।- বিডিনিউজ
এর আগে জার্মান কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ে বায়ার্ন। ফলে ২০২১-২২ মৌসুমে কেবল লিগ শিরোপা জেতাই সম্ভব তাদের জন্য।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের পাশাপাশি তাই ভক্তদের আক্রমণের লক্ষ্য হয়েছেন চলতি মৌসুমেই দলটির দায়িত্ব নেওয়া নাগেলসমান। তবে সেটা মাত্রা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন এই জার্মান কোচ। প্রতিটি ম্যাচের পর আমি মৃত্যুর হুমকি পেয়ে থাকি, সেটা আমরা জিতলে বা হারলেও। আমি শুধু প্রথম লাইনটা দেখি এবং এরপর সব একবারে মুছে দেই।
ইউটিউবে এনবিএস-এর সব খবর দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি: