এই মুহূর্তে জেরার্ডের কাছে অ্যাথলেটিকো মাদ্রিদের লুইস সুয়ারেস সেরা
উরুগুয়ান লুইস সুয়ারেস লা লিগার ইতিহাসে নিশ্চিতভাবেই সেরা ফরোয়ার্ডদের তালিকায় থাকবেন। ছয় বছর বার্সেলোনায় কাটিয়ে এখন আথলেটিকো মাদ্রিদে খেলছেন এই তারকা। স্পেনে যাওয়ার আগে তিনি ইংলিশ ক্লাব লিভারপুলে খেলেন তিন বছর। তার সেই সময়ের ক্লাব সতীর্থ স্টিভেন জেরার্ডের বিশ্বাস, প্রিমিয়ার লিগেও সেরাদের কাতারে থাকবেন সুয়ারেস।
লিভারপুরের সাবেক অধিনায়ক ও বর্তমানে অ্যাস্টন ভিলা কোচ জেরার্ড গত বৃহস্পতিবার গ্যারি নেভিলের ইউটিউভ চ্যানেল ‘দ্য ওভারল্যাপ’-এ নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেন।
জেরার্ড ইংল্যান্ড দলে নিজের সাবেক সতীর্থের সঙ্গে আলাপকালে লিভারপুলের সেরার তালিকায় স্প্যানিশ তারকা ফের্নান্দো তরেসের কথাও উল্লেখ করেন। তবে দুজনের মধ্যে সেরা বাছতে বললে সুয়ারেসকেই বেছে নেন ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় লিভারপুলে কাটিয়ে দেওয়া জেরার্ড
ইউটিউবে এনবিএস-এর সব খবর দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি: