পরীমনির পহেলা বৈশাখ, খোপায় ফুল, বাজারের সবচেয়ে বড় ইলিশ এনে দিলেন রাজ
ঢাকা চলচ্চিত্রের সবসময় আলোচিত চিত্র নায়িকা পরীমনি। জন্মদিন পালন সুটিং, বিয়ে নিয়ে থাকেন আলোচনায়। এরমধ্যেই যেন খুঁজে পান সব আনন্দ।
পরীমনি- রাজের বিবাহিত জীবনে প্রথম পহেলা বৈশাখ উদযাপন হলো এবার। এনিয়ে তার এফবিতে পোষ্ট দিলেন পরীমনি নিজেই। দিলেন পিক।
পোষ্টে পরী বলেন, আমাদের প্রথম বৈশাখ।এত্ত স্পেশাল হবে ভাবতে পারিনি।বৈশাখের দুই দিন আগেও তার মনে ছিল না কবে বৈশাখ। সে ( রাজ) তো রীতিমত সেদিন শুটিংয়ে ডেট করে রেখেছিলো। আমিই মনে করিয়ে দিলাম।
আরও লিখেন, তারপর সে যে কত সব আয়োজন করে ফেললো। আমারা দুজনে মিলে আমাদের কাপড় ডিজাইন করেছি। সে নিজে বাজারে গিয়ে সব থেকে বড় ইলিশটা কিনে আনলো। পহেলা বৈশাখে ঘুম থেকে উঠেই আমার জন্যে খোপার ফুল এনে দিলো। বৈশাখের আগের রাতে ঠিক হলো আমারা বোটে করে ইফতারি করবো। পুরো বোট বুকিং করে আমরা ঘুড়লাম ঘন্টাখানেক।
আহা বোটে কত্ত রকম মজার মুহূর্ত ! একবার এক ঘাটে ডাব খেতে থামা তো অন্য ঘাটে ফুডপান্ডার ফুড রিসিভ করা। [৭] Razz থ্যাংক ইউ জীবনের এসব মুহুর্ত এমন সুন্দর করে দিলে তুমি।
ইউটিউবে এনবিএস-এর সব খবর দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি: