রোজায় মাছ ও মাংসের দাম আরও এক দফা বেড়েছে
অসহনীয় মাছের বাজার। বেড়েছে গরু ও খাসির মাংসের দাম। তবে খানিকটা স্বস্তি ফিরেছে পোল্ট্রি মাংসের দামে। শসা. পেঁয়াজ, আদা ও রসুনের দামেও চড়াভাব কাটতে শুরু করেছে। তবে দুয়েকটি সবজির দাম এখনও চড়া। ভোজ্যতেলের সরবরাহে সংকট রয়েছে এখনও। এরই মধ্যে আবার বাড়তে শুরু করেছে চিনির দাম। কেজিতে ৪ টাকা বেড়ে প্যাকেটজাত চিনি এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। রাজধানীর মোহম্মদপুর কৃষি মার্কেট এবং মহাখালীর কাচাঁবাজারে ব্যবসায়িরা বলছেন, সরবরাহ কম থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
মাসখানেক আগেও তেলাপিয়া, পাঙ্গাসসহ চাষের সব মাছা কম দামেই পাওয়া যেতো। কিন্তু রোজা শুরুর পর থেকে এ চিত্র পাল্টে গেছে। ১৩০-১৪০ টাকা কেজির এসব মাছ এখন কিনতে হচ্ছে ১৮০-২২০ টাকা। নদ-নদীর বিভিন্ন জাতের মাছে এক সপ্তাহের ব্যাবধানে কেজিতে বেড়েছে ৩০-৫০ টাকা পর্যন্ত।
এ ছাড়া কুচো চিংড়ি ৬০০-৭০০ টাকা, শোল ৩৫০ টাকা, কই ৩০০ টাকা, শিং ৫৫০-৬০০ টাকা, মাগুর ৬৫০-৭০০ টাকায় বিক্রি করা হচ্ছে। ৮০০-৮৫০ গ্রাম ওজনের ইলিশ প্রতিটি ৯০০-১০০০ টাকা।
এক কেজি গরুর মাংস কিনতে গুনতে হচ্ছে ৬৫০-৭০০ টাকা। আর ছাগির মাংস ৯০০ এবং খাসির মাংস ৯৫০ টাকা। তবে পোল্ট্রি মুরগি কেজিতে ২০ টাকা কমে মিলছে ১৬০ টাকায়। তবে সোনালি জাতের মুরগীর জন্য গুনতে হচ্ছে ২৮০ টাকা।
ইউটিউবে এনবিএস-এর সব খবর দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি: