ঢাকা, সোমবার ২৭ মার্চ ২০২৩, ১০:৫৬ অপরাহ্ন
 ‘যদি তোমরা আমাদের ক্ষতি কর…’, চিনের উদ্দেশে কড়া বার্তা রাজনাথের
এনবিএস ওয়েবডেস্ক

 ‘যদি তোমরা আমাদের ক্ষতি কর…’, চিনের উদ্দেশে কড়া বার্তা রাজনাথের

শুক্রবার আমেরিকার সানফ্রানসিস্কো শহরে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের (China India) সামনে ভাষণ দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। চিনের (China India) উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, তারা যদি আমাদের ক্ষতি করে, আমরাও ছাড়ব না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এখন শক্তিশালী দেশ হয়ে উঠেছে। শীঘ্রই ভারত হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী তিনটি অর্থনীতির অন্যতম। একইসঙ্গে পরোক্ষে আমেরিকার উদ্দেশেও বার্তা দেন রাজনাথ। তিনি বলেন, ভারত (China India) মনে করে, একটি দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করার বিনিময়ে অন্য কোনও দেশের সঙ্গে সম্পর্ক ভাল করা যায় না।  

চিন সীমান্তে (China India) ভারতীয় জওয়ানরা যে বীরত্বের পরিচয় দিয়েছে, তারও প্রশংসা করেন রাজনাথ। তাঁর কথায়, “ভারতের সৈনিকরা কী করেছে, আমরা কী সিদ্ধান্ত ”নিয়েছি, তা প্রকাশ্যে বলা সম্ভব নয়। কিন্তু আমি নিশ্চিত, চিনের কাছে আমাদের বার্তা পৌঁছে গিয়েছে। সেই বার্তা হল, কেউ যদি ভারতের ক্ষতি করে, ভারতও ছেড়ে কথা বলবে না।

২০২০ সালের ৫ মে লাদাখ সীমান্তে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। ভারতের ২০ জন সৈনিক প্রাণ হারান। তারপরে লাদাখ নিয়ে ভারত ও চিনের মধ্যে ১৫ দফা বৈঠক হয়েছে। এর ফলে গত বছর প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ উপকূল থেকে সেনা সরিয়ে এনেছে দুই দেশ।

পরোক্ষে ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে রাজনাথ বলেন, “ভারতের সঙ্গে যদি কোনও দেশের ভাল সম্পর্ক থাকে, তার মানে এই নয় যে, অন্য দেশের সঙ্গে তার সম্পর্ক খারাপ হবে। আমরা ওই ধরনের কূটনীতিতে বিশ্বাস করি না।” পরে রাজনাথ বলেন, ভারত মনে করে, দ্বিপাক্ষিক সম্পর্কে উভয় দেশেরই লাভ হওয়া উচিত।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

ইউটিউবে এনবিএস-এর সব খবর দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি: