বিষ্ণুপুরে (Bishnupur) যেন মগরাহাটের ছায়া। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের হাতে খুন হতে হল দাদাকে (Murder)। বৌদিকেও রেহাই দেয়নি দেওররা। আশঙ্কাজনক অবস্থায় তিনি এখন কলকাতার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
ঘটনাটি শনিবার ভোরবেলা ঘটেছে বিষ্ণুপুরের (Bishnupur) দক্ষিণ গোবিন্দপুর গ্রামে। সেখানে এক কাঠা জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দাদার সঙ্গে ভাইদের অশান্তি চলছিল। স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরে দাদা আর বৌদির উপর চড়াও হয় দুই ভাই। তাদের নাম আশিস পোড়ে ও দেবানন পোড়ে। দাদা আর বৌদিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
ভাইদের এই আক্রমণেই মৃত্যু হয়েছে দেবাশিস পোড়ের। দেবাশিসের স্ত্রী পলি গুরুতর আহত, তাঁর অবস্থা খারাপ হওয়ায় কলকাতায় আনা হয়েছে চিকিৎসার জন্য। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল আমতলা গ্রামীণ হাসপাতালে। কিন্তু সেখানে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হয়নি।
খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিষ্ণুপুর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে
ইউটিউবে এনবিএস-এর সব খবর দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি: