ঢাকা, শনিবার ০১ এপ্রিল ২০২৩, ১১:৩৩ পূর্বাহ্ন
বিজেপিকে ঘরে ঢুকিয়ে শহর কলকাতায় ৩৩ পার করল সিপিএম, আর কংগ্রেস যোগ করলে?
এনবিএস ওয়েবডেস্ক

বিজেপিকে ঘরে ঢুকিয়ে শহর কলকাতায় ৩৩ পার করল সিপিএম, আর কংগ্রেস যোগ করলে?

 বালিগঞ্জে (Ballygunge) যতই কম ভোট পড়ুক প্রাক নির্বাচন এবং বুথ ফেরত সমীক্ষায় ফেবারিট ছিল তৃণমূলই (TMC)। এও একপ্রকার স্পষ্ট ছিল যে সেখানে শাসক দল তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হল বামেরা (CPM)। হোর্ডিং. ব্যানার ছাড়া বিজেপি (CPM) বা কংগ্রেসকে (Congress) বিশেষ দেখা যায়নি।

শেষমেশ হলও তাই। সকাল সাড়ে ১১ টা নাগাদ যখন এই প্রতিবেদন লেখা হচ্ছে, তখন বালিগঞ্জে ৫১.৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। তাঁর নিকটতম প্রার্থী হলেন সিপিএমের সায়রা হালিম। তিনি পেয়েছেন ৩৩.৮৯ শতাংশ ভোট। আর বিজেপিকে দেখতে হচ্ছে দূরবীক্ষণে। মাত্র ৪.৬৫ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে গেরুয়া দল। আরও মজার ব্যাপার হল, কংগ্রেসের অর্ধেক ভোট পেয়েছে বিজেপি। কংগ্রেস পেয়েছে ৭.৮১ শতাংশ ভোট।

বালিগঞ্জ বিধানসভার বিস্তীর্ণ অংশে সংখ্যালঘু ঘনবসতি রয়েছে। সেখানে বিজেপির ভোট পাওয়ার কোনও আশা ছিল না। তবে অনেকের মতে, তা বাদ দিলেও শহর কলকাতায় সার্বিক ভাবে বিজেপির যে জনভিত্তি কমে গিয়েছে তা এই ফলাফলে স্পষ্ট। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কথায়, বিজেপিকে প্রত্যাখ্যান করেছে মানুষ। আগামী দিনে এ টুকু ভোটও কলকাতা বা সংলগ্ন শহরতলিতে পাবে না মোদী-শাহর দল।

বালিগঞ্জের ভোট ফলাফল আগামী দিনে বামেদের ভাবাবে বইকি। একুশের বিধানসভা ভোটে বাংলায় বাম-কংগ্রেস জোট ছিল। তখন বালিগঞ্জে সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম ৫.৬১ শতাংশ ভোট পেয়েছিলেন। তার তুলনায় এ বার ৬ গুণ ভোট বাড়িয়েছে সিপিএম। আবার কংগ্রেসও ৮ শতাংশের বেশি ভোট পেয়েছে। অর্থাৎ দুই দল মিলিয়ে ৪০ শতাংশের বেশি ভোট পেয়েছে। অথচ মজার ব্যাপার হল, তারা একসঙ্গে থাকলে কিন্তু এত ভোট পাচ্ছে না।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

ইউটিউবে এনবিএস-এর সব খবর দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি: