মহাকাশে ৬ মাসের দীর্ঘতম মিশন শেষে ফিরলেন ৩ চীনা নভোচারী
তিন নভোচারী ঝাই ঝিগাং, ইয়ে গুয়াংফু ও ওয়াং ইয়াপিং চীনের উচ্চাকাঙ্খী মহাকাশ কর্মসূচির দীর্ঘতম মিশন সফল করে শনিবার সেনজাও-১৩ মহাকাশযানে করে মঙ্গোলিয়ার উত্তরাঞ্চলের গোবি মরুভূমিতে অবতরণ করেন। চীনের রাষ্ট্রীয় টিভিতে তাদের পৃথিবীতে ফিরে আসা সরাসরি দেখানো হয়। আরটি
নভোচারীদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী। মহাকাশচারী ওয়াং ইয়াপিং চীনের প্রথম নারী নভোচারী যিনি মহাকাশ হেঁটেছেন। এর আগে ওয়াং ও তার সহকর্মী ঝাই ৬ ঘণ্টার প্রচেষ্টায় মহাকাশ স্টেশনের সরঞ্জাম স্থাপন করেন। তারা ২ বার মহাকাশে হেঁটে কিছু পরীক্ষা চালান।
চীন ২০০৩ সালে মহাকাশে প্রথম নভোচারী পাঠায়। ২০১৩ সালে চাঁদে এবং গত বছর মঙ্গলে রোবট রোভার অবতরণ করে। চাঁদে একটি সম্ভাব্য ক্রু মিশন নিয়ে আলোচনা করেছেন কর্মকর্তারা।
ইউটিউবে এনবিএস-এর সব খবর দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি: