ঢাকা, শনিবার ২৫ মার্চ ২০২৩, ১১:০৯ অপরাহ্ন
লালবাগে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে
এনবিএস ওয়েবডেস্ক

লালবাগে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার লালবাগের শহিদনগর বউ বাজারের ৪ নং গলির একটি প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

এর আগে, আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি বলেন, ওই কারখানায় আগুন লাগে দুপুর ১২টা ৬ মিনিটে। খবর পেয়ে ১২টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ইউটিউবে এনবিএস-এর সব খবর দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি: