ঢাকা, শনিবার ০১ এপ্রিল ২০২৩, ১০:১৮ পূর্বাহ্ন
ভারত সফরে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার জন্য বড় চ্যালেঞ্জ: নাথান লিয়ন
এনবিএস ওয়েবডেস্ক

ভারত সফরে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার জন্য বড় চ্যালেঞ্জ: নাথান লিয়ন

চলতি বছরের ডিসেম্বর মাসে সাড়ে পাঁচ বছরেরও বেশি সময় পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সিরিজটিকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের টেস্ট ভিত্তিক টুর্নামেন্ট অ্যাশেজের মতই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অস্ট্রেলিয়া দলের স্পিনার নাথান লিয়ন।

লিয়ন বলেন, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ান ক্রিকেটারের জন্য শীর্ষ সিরিজ হিসেবে এটা অনেকটা অ্যাশেজ সিরিজের মতোই। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এটা হতে যাচ্ছে আরো অনেক গুরুত্বপূর্ণ এবং সম্ভবত বিশাল চ্যালেঞ্জ। নিজেদেরকে খুব বেশি এগিয়ে না রেখে চ্যালেঞ্জ উপভোগ করা। আমি মনে করি এটা হতে যাচ্ছে বড় একটা সিরিজ।

ডিসেম্বরে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এর আগে ২০১৭ সালে ভারত সফরে এসে ৪ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হেরেছির অজিরা।

ইউটিউবে এনবিএস-এর সব খবর দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি: