৩০ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের আনা শ্রাবসোল
২০১৭ সালের নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে একাই গুড়িয়ে দিয়েছিলেন শ্রাবসোল। সেদিন লর্ডসে ৪৬ রানে ৬ উইকেটের সুবাদেই মূলত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। সবকিছু মিলিয়ে নিজের ক্যারিয়ারে দুইবার ২০০৯ ও ২০১৭ বিশ্বকাপ জিতেছেন তিনি। এছাড়া নারী অ্যাশেজের শিরোপাও দুইবার জিতেছেন এই ইংল্যান্ডের তারকা।
সমারসেটের হয়ে ক্রিকেটে যাত্রা শুরু করা শ্রাবসোল ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটে খেলেছেন ১৭৩টি আন্তর্জাতিক ম্যাচ। যেখানে তার শিকার ২২৭ উইকেট। ইংল্যান্ডের নারীদের মধ্যে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের তালিকায় চর্তুথ ও টি-টোয়েন্টিতে তিনিই সবার ওপরে।
তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া পর্যায়ে রাচেল হেয়হো ফ্লিন্ট ট্রফি, শার্লট এডওয়ার্ডস কাপ এং দ্য হান্ড্রেডের মতো টুর্নামেন্টগুলো খেলবেন শ্রাবসোল।
ইউটিউবে এনবিএস-এর সব খবর দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি: