ঢাকা, শনিবার ০১ এপ্রিল ২০২৩, ১১:১৩ পূর্বাহ্ন
ফরাসি ক্লাব লিঁওকে বিদায় করে ইউরোপা লিগের সেমিফাইনালে ওয়েস্ট হ্যাম
এনবিএস ওয়েবডেস্ক

ফরাসি ক্লাব লিঁওকে বিদায় করে ইউরোপা লিগের সেমিফাইনালে ওয়েস্ট হ্যাম

চ্যাম্পিয়নস লিগে ইংলিশ ক্লাবগুলো আধিপত্য ধরে রাখলেও ইউরোপা লিগে এবারের আসরে কোয়ার্টার ফাইনালে একমাত্র ইংলিশ ক্লাব ছিল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। শেষ আটে ফিরতি পর্বের খেলায় ফ্রান্সের মাটিতে লিঁওকে ০-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌছে গেল তারা। এর আগে প্রথম পর্বের খেলায় লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল লিঁও।

শুরু থেকেই বল দখলের প্রতিযোগীতায় এগিয়ে ছিল স্বাগতিক লিঁও। প্রথম ৩০ মিনিটে কয়েকটি আক্রমণ করলেও ভাগ্যের সহায়তা না থাকায় গোল বঞ্চিত থাকে স্বাগতিকরা। তবে ৩৬ মিনিটে ডোসেন এবং বিরতির আগে রাইসের গোলে ০-২ গোলের লিড পায় ওয়েস্ট হ্যাম।

দ্বিতীয়ার্ধের শুরুতে ওয়েস্ট হ্যাম আরো এক গোল করলে ৩-০ গোলে পিছিয়ে পরে স্বাগতিকরা। বাকি সময়ে আর গোল না হলে সেমিফাইনাল নিশ্চিত করেই ফ্রান্স ত্যাগ করে ওয়েস্ট হ্যাম।

ইউটিউবে এনবিএস-এর সব খবর দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি: