ঢাকা, সোমবার ২৭ মার্চ ২০২৩, ১১:০৩ অপরাহ্ন
৩ মাসে ৯ সিনেমা, নেই দর্শক বিনোদন
এনবিএস ওয়েবডেস্ক

৩ মাসে ৯ সিনেমা, নেই দর্শক বিনোদন

ইমরুল শাহেদ: বিধিনিষেধ শিথিল হওয়া মহামারির মধ্যেই গত তিন মাসে নয়টি ছবি মুক্তি পেয়েছে বলে জানিয়েছে প্রযোজক পরিবেশক সমিতি। বছরের প্রথম মুক্তি পাওয়া ছবি ছিল ‘ছিটমহল’। অন্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘তোর মাঝেই আমার প্রেম’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’, ‘মাফিয়া-১’, ‘মুখোশ’, ‘শিমু’, ‘গুণিন’, ‘লকডাউন লাভ স্টোরি’ ও ‘জাল ছেঁড়ার সময়’।

এসব ছবিগুলোর মধ্যে সামগ্রিক অর্থে না হলেও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিটি মোটামুটি ব্যবসা সফল হয়েছে। তবে সব ক’টি ছবি লক্ষ্য বা বিশ্লেষণ করলে দেখা যাবে দর্শককে বিনোদন দেওয়ার চাইতে উল্লেখযোগ্য ইস্যু এবং বক্তব্য প্রধান চলচ্চিত্র নির্মাণ করার দিকে নির্মাতাদের মধ্যে ঝোঁক ছিল বেশি। প্রশ্ন হচ্ছে, যে কোনো বিষয় নিয়েই চলচ্চিত্র নির্মাণ করা যায়। কিন্তু সে ছবিটিকে বিনোদনমূলক বা দর্শক পছন্দের করে তোলার মতো প্রবণতা যদি নির্মাতার না থাকে তাহলে সে ছবি ব্যর্থ হবেই। উল্লেখযোগ্য ইস্যুগুলো নানাভাবেই মানুষ জানে। সেই জানা বিষয় নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা কঠিন বৈকি। যা ঘটনা তা চিত্রায়িত করা হলে সেটা হতে পারে নিছকই একটি তথ্যচিত্র, চলচ্চিত্র নয়। সে ছবি বাণিজ্যিকভাবে মুক্তি দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।

নির্মাতারা নিজেদের শখ মেটানোর জন্য ছবিগুলো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিতে পারেন। বাণিজ্যিকভাবে মুক্তি দিতে হলে ছবিতে বাণিজ্যিক উপাদান থাকতেই হবে। নির্মাতাদের মধ্যে ইদানিংকার প্রবণতা হলো নিজেদের ব্যর্থতাকে দর্শকের উপর চাপিয়ে দেয়া। ছবি ভালো না গেলেই তারা বলেন, দর্শক এখন সিনেমা হলে যেতে চান না। বিষয়টা সে রকম নয়। নির্মাতারা দর্শক পছন্দের মতো করে চলচ্চিত্রই নির্মাণ করতে পারছেন না। তিন মাসে মুক্তি পাওয়া বেশির ভাগ চলচ্চিত্র নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা হয়েছে। পক্ষে-বিপক্ষে নানা মত তৈরির চেষ্টা করেছেন অনেকে। দর্শক টানতে তারকারাও বিভিন্ন সিনেমা হলে ছুটেছেন। কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে এসব কোনো প্রভাব ফেলতে পারেনি। লক্ষ্য করার বিষয় হলো, তিন মাসে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে বড় বাজেট, ছোট বাজেট – সব ধরনের ছবিই আছে। দর্শকের কাছে বাজেট নয়, গুরুত্বপূর্ণ হলো বিনোদন। সেটা প্রাধান্য দিয়েই চলচ্চিত্র নির্মিত হতে হবে। 

 

ইউটিউবে এনবিএস-এর সব খবর দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি: