ঢাকা, শনিবার ০১ এপ্রিল ২০২৩, ১১:২৫ পূর্বাহ্ন
শিক্ষাপ্রতিষ্ঠান চলমান রাখতে সকলকে স্বাস্থ্যবিধি মানতে হবে : শিক্ষামন্ত্রী
এনবিএস ওয়েবডেস্ক

শিক্ষাপ্রতিষ্ঠান চলমান রাখতে সকলকে স্বাস্থ্যবিধি মানতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। করোনার কারণে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে আমরা চাই না।

মঙ্গলবার সকাল ১০টায় এনসিটিবি মিলনায়তনে নতুন শিক্ষাক্রমের পাইলটিং কর্মসূচির উদ্বোধনকালে ভার্চুয়ালি মন্ত্রী একথা বলেন। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় ১ মাস বন্ধ থাকার পর শ্রেণিকক্ষে পাঠদান শুরুর প্রথম দিনে মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষাক্রমের পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশে ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই পাইলটিং কার্যক্রম চলছে।

মার্চে প্রাথমিকের প্রথম শ্রেণিতে পাইলটিং শুরু হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে সেটা হবে আনন্দময়। শিক্ষার্থীরা নিজেরা করে করে শেখার বাইরেও সমাজ ও শিক্ষকদের প্রশ্ন করার মাধ্যমে শিখবে। এতে শিক্ষার্থীরা দক্ষ, যোগ্য হবে, মানবিক বোধ সম্পন্ন শিক্ষার্থীরা গড়ে উঠবে। তবে শিক্ষার্থীদের শুধু প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে উঠলেই চলবে না, পাশাপাশি তাদের ভালো মানুষ হতে হবে।

দীপু মনি বলেন, আমাদের উদ্দেশ্য- যতগুলো জাতীয় লক্ষ্য আছে তা অর্জন করা, শান্তিপুর্ণ সুখী সমৃদ্ধ দেশ গড়া। স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া। শিক্ষক ও অভিভাবকসহ সবার প্রতি আমার আহ্বান-পাইলটিং হচ্ছে কোথায় কোথায় সমস্যা আছে তা যেনও আমাদের জানানো হয়, আমরা যেন সঠিকভাবে প্রণয়ন করে সবচেয়ে ভালো কারিকুলাম প্রণয়ন করতে পারি। একবারেই যে পুরোপুরি লক্ষ্যে পৌছেঁ যাবো তা নয়। আমরা চেষ্টা করবো সবচেয়ে ভালো শিক্ষাক্রম যেন প্রণয়ন করতে পারি, শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে পারে এই কারিকুলামে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ডের (এনসিটিবি) সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মশিউজ্জামান জানান, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে পাইলটিং কর্মসূচির আওতায় দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে দুইদিন ছুটি ভোগ করবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অন্য সব ক্লাসের শিক্ষার্থীদের ছুটি আগের মতোই থাকবে।

সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউটিউবে এনবিএস-এর সব খবর দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি: